লেখক পরিচিতি - The Srimad Bhagavatam

পড়ুন


The Srimad Bhagavatam

লেখক পরিচিতি

Bhagavatam, Srimad Bhagavatam, Bhagavata Purana, Srimad Bhagavatam in Bengali, Bhagavata Purana in Bengali, Bhagavata Mahapurana, Sanatana Dharma, Bhagavata Mahapurana, Srimad Bhagavatam Bangla, Gita, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত মহাপুরান, শ্রীমদ্ ভাগবত পুরান, Srimad Bhagavatam online

|| ওম নমঃ ভগবতে বাসুদেবায় || 
লেখক পরিচিতি

লেখক পেশায় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং কর্ম অভিজ্ঞতা ৭ বছরের | বর্তমানে একটি মাল্টি-ন্যাশনাল ব্যাঙ্ক এ চাকুরীরত | লেখকের পছন্দের বিষয় হল সনাতন বৈদিক ধৰ্ম এর বিভিন্ন পবিত্র পুস্তক অধ্যয়ন করা, ছবি আঁকা, গান শোনা, সামান্য লেখালেখি করা ইত্যাদি | বর্তমান সমাজে সনাতনীদের অবক্ষয়, যুবসমাজ এর অদূরদর্শিতা, ধার্মিক আচার হ্রাস, বিধর্মী যবন ম্লেচ্ছদের অত্যাচার ভীষণ রূপে প্রকট | এই নিদারুন সময়ে আমাদের সর্বতোভাবে ধৰ্মকে রক্ষা করা উচিত | আর তার জন্য সর্বাগ্রে দরকার ধৰ্ম পরিচয় | কারণ ধৰ্ম ভগবান কর্তৃক সৃষ্ট এবং ধৰ্ম কেবল একটিই , আর সেটি হল সনাতন বৈদিক ধৰ্ম , ইহা ভিন্ন আজকাল ধর্মের নামে যা যা প্রচলিত, সেগুলো সবই অধর্ম আর পাখন্ড |

সেই ধৰ্মরক্ষার মহৎ কার্যে ব্রতী এই নরাধমের এটি একটি ক্ষুদ্র প্রয়াস |
আশাকরি এই কার্যে আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবো |

আজ রবি ঠাকুরের একটি কবিতার পংক্তি খুব মনে পড়ছে |


কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি।
শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।
মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি।

No comments:

Post a Comment